Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

এই অধিদপ্তরের সংক্ষিপ্ত কার্য্য পরিধি নিম্নরুপঃ


(১) প্রাথমিক স্থাপত্য পরিসেবাদি (basic architectural services) যার মধ্যে রয়েছে প্রকল্পস্থান নির্বাচন (site selection) এবং নির্মাণ প্রকল্পসমূহের পরিকল্পনা ও ডিজাইন এর পূর্বে প্রকল্পস্থানসমূহের প্রারম্ভিক সরেজমিনে পরির্দশন ও আপাতঃ জরিপকাজ।

(২) প্রত্যাশী কর্তৃপক্ষের চাহিদা অনুসারে প্রকল্পের বিস্তারিত ভৌত চাহিদা নিরুপন এবং প্রয়োজনক্ষেত্রে সম্ভাব্য জমি নির্বাচানে সহায়তা প্রদান।

(৩) প্রকল্পের মহাপরিকল্পনা, প্রাথমিক স্থাপত্য নর্কশা, বিশদ স্থাপত্য নক্‌শা, নিসর্গ পরিকল্পনা নক্‌শা, প্রকৌশল-সহায়ক নক্‌শা, ভবনের নির্মাণ কাঠামোর রুপরেখা এবং নির্মাণ উপকরণের (বিশেষ করের চুগান্ত আবরক) এর স্পেসিফিকেশন প্রণয়ন।

(৪) অনুমোদিত নক্‌শা অনুযায়ী নির্মাণ সংঘটন ক্ষেত্রে প্রয়োজনীয় তদারকী এবং সমন্বয় সাধন।

(৫) সরকারি দপ্তর ও আবাসনসমূহের জন্য space standards নির্ধারণ সংক্রান্ত সমীক্ষা ও প্রস্তাবাদি প্রণয়ন এবং বিভিন্ন নির্মাণ প্রকল্পের ভূমি-চাহিদা নিরুপণ।

(৬) মানব-বসতি ও ভূমি-ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান।

(৭) বিভিন্ন সরকারী/আধাসরকারী সংস্থাকে তাদের নির্মাণ প্রকল্পাদির ভূমি-চাহিদা নিরুপণসহ সেগুলির পরিকল্পনা প্রণয়ন ও ডিজাইন সহায়তা দান।


স্থাপত্যসেবা কার্যক্রমে সার্কেল ভিত্তিক ন্যস্তকৃত মন্ত্রণালয় ও প্রকল্পের বিভাজন ও দায়িত্ব বন্টনঃ


সার্কেলবিভাগন্যস্তকৃত মন্ত্রণালয়/দপ্তরের প্রকল্প
মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয় (বিভাগীয় জেলা, উপজেলা সদর দপ্তর, পিএটিসি, বিজি প্রেস এবং মন্ত্রণালয়ভুক্ত অন্যান্য প্রকল্প), বাণিজ্য মন্ত্রণালয়, তেজগাঁও, মতিঝিল, গুলিস্থান, দত্তপাড়া, নওয়ারপুর, আগ্রাবাদ, বায়োজিত বোস্তামী, পাঁচলাইশ এর সাইট এন্ড সার্ভিস প্রকল্পসমূহ।
 আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (জজ আদালত, রেজিস্ট্রেশন দপ্তরসহ), সুপ্রীম কোর্ট কমপ্লেক্স, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূর্নীতি দমন কমিশন।
 অর্থ মন্ত্রণালয় (জাতীয় রাজস্ব বোর্ড, কর, শুল্ক ও ভ্যাট, অডিট ও হিসাব দপ্তরাদিসহ সংশ্লিষ্ট স্থাপনা), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গুহয়ান ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়।
শেরেবাংলা নগর সার্বিক পরিকল্পনা, জাতীয় সংসদ ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় (আবহাওয়া, সার্ভে অব বাংলাদেশ, স্পারসো সহ)
 বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়, নৌপরিবহন ও বন্দর বিষয়ক মন্ত্রণালয়।
 বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্য্যালয় (দপ্তর ও বাসভবন, এসএসএফ, এনজিও বিষয়ক ব্যুরো, বিনিয়োগ বোর্ড, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষসহ অন্যান্য), মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, খিলগাঁও/বাসাবো সাইট এন্ড সার্ভিস প্রকল্প।
সকরারী আবাদন (বিভিন্ন দপ্তরের প্রকল্পভুক্ত আবাসিক বাদে) জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এইচবিআরআই, উদ্যান ও নিসর্গ পরিকল্পনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
 ভুমি মন্ত্রণালয় (ডিএলআর প্রভৃতিসহ), কৃষি মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রণালয়।
 সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১০মেডিকেল বিশ্ববিদ্যালয়/কলেজ হাসপাতাল, টিচিং হাসপাতাল।
 ১১সাধারণ ও বিশেষায়িত হাসপাতাল, স্বাস্থ্য প্রশাসন দপ্তরাদি।
 ১২স্বাস্থ্য, পরিবার কল্যাণ বিষয়ক ইনস্টিটিউট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, স্বাস্থ্য মন্ত্রণালয় বহির্ভূত হাসপাতাল, বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
১৩পুলিশ, বিএনসিসি, ক্যাডেট কোর।
 ১৪বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নি-নির্বাপক দপ্তর, পাসপোর্ট ও ইমিগ্রেশন, র‌্যব।
 ১৫কারাগার, মাদক নিয়ন্ত্রন দপ্তর, কোস্ট গার্ড।
সমন্বয়সার্ভিসেসসমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য সার্কেলের প্রকল্পের এবং দাপ্তরিক সার্বিক সমন্বয়।